মুন্সীগঞ্জে লঞ্চে উঠতে গিয়ে শিশুসহ নদীতে পড়ল পুরো পরিবার

পিবিএ ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শুক্রবার (৩১ মে) ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়ে লঞ্চে উঠতে গিয়ে দেড় বছরের শিশুসহ স্বামী-স্ত্রী পানিতে পড়ে যায়।

কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশসহ স্থানীয়দের প্রচেষ্টায় অল্পের জন্য বেঁচে যায় পরিবারটি। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী ঈদ উপলক্ষে এই ঘাট দিয়ে বাড়ি ফিরছেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।ভোররাত থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই চাপ আরও বাড়তে থাকে।এদিকে মানুষের এমন ভিড়ের ।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যাবস্থাপক (এজিএম বাণিজ্য) নাচির মোহাম্মদ চৌধুরী জানান, ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। কোনো সমস্যা নেই। তবে সকাল থেকে গাড়ির চাপ থাকলেও আমরা ভালোভাবে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

পিবিএ/এমএস

 

আরও পড়ুন...