পিবিএ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীকে মারধর করে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া উঠেছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের ডিসি প্রজেক্টে ঘটনাটি ঘটে।
জড়িত থাকায় সোহেল নামে ১ জনকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। সোমবার আসামীকে আদালতে প্রেরন করলে আদালতে আসামী ১৬৪ ধারায় শীকারত্রী মুলক যবানবন্দী প্রদান করলে বিঞ্গ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করে। আটক সোহেল দক্ষিন কেরানীগঞ্জ থানার বাঘাপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে নিয়ে তাঁর স্বামী পলাশপুরের ডিসি প্রজেক্টে ঘুড়তে আসলে সোহেল, মো.নাছির উদ্দিন ও মো. শামীম মিয়া এই ৩ জন গৃহবধুর স্বামীকে মারধর করে। তারপর গৃহবধুকে পালাক্রমে ধর্ষন করে এবং মোবাইলে ধর্ষনের ভিডিও ধারন করে। স্বামীর চিৎকার করলে এলাকাবাসী সোহেলকে আটক করে পুলিশে দেয় কিন্তু বাকী দুজন পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে আটক সোহেলসহ নাছির,শামীম এই ৩ জনের নামে গণধর্ষনে মামলা করে।
সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ১ জনকে আটক করেছি এবং ধর্ষনের ভিডিও উদ্ধার করেছি। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ৩ জনকে আসামী করে সিরাজদিখান থানায় ধর্ষন মামলা করেছেন এবং বাকী ২ জন আসামীকে আমরা শনাক্ত করেছি খুব দ্রত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পিবিএ,মো: আল মামুন/ইকে