পিবিএ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের জনবহুল দংরি এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। ওই ভবনে থাকা দুই বসবাসকারী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আনুমানিক ৫০ জন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। পরে আটকে পড়াদের উদ্ধারে অভিযানে নামেন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর কর্মীরা। একইসঙ্গে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ গাড়ি এবং অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছে।
সংবাদমাধ্যম বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকার কিছু ভবনের পাশের মাটি ক্ষয় হয়ে সরে গেছে। এতেই এ ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা লেভেল-২ ধরনের হয়েছে। লেভেল-১ এর দুর্ঘটনা ঘটলে ব্যাপক মানুষের প্রাণহানি এবং মারাত্মক ক্ষতি হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
পিবিএ/ইকে