পিবিএ, ভারত– ভারতের উত্তর-পশ্চিম মুম্বাইয়ের গোরেগাঁওয়ের উপকণ্ঠে অ্যারে বনাঞ্চলে দাবানল। বনাঞ্চলের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।এর জেরে জঙ্গলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন সন্ধ্যায় অরুণ কুমার বৈদ্য মার্গের আইটি পার্কের পিছনের একটি ফাঁকা এলাকায় আগুন লেগেছে বলে খবর পান দমকলকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই দু’টি জলের ট্যাংকার-সহ ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন। এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।
পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। শুকনো পাতার কারণে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে।স্থানীয় থানায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পিবিএ/এমটি/এএইচ