পিবিএ, ডেস্ক: মুরসির পরিবারের উপস্থিতিতে রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালে (১৮ জুন) তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তার জানাজায় মুসলিম ব্রাদারহুদের কর্মী, মুরসির পরিবারের সদস্য এবং তার বন্ধুরা অংশ নেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য এবং পূর্ব আফ্রিকা ডিভিশনের নির্বাহি পরিচালক সারাহ লিয়াহ হুইটসন মুরসরি মৃত্যুকে ‘ভয়াবহ কিন্তু সম্পূণ্যরূপে অনুময়যোগ্য’ উল্লেখ করে টুইটে বলেন, ‘মাত্র খবর পেলাম, মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মুরসি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি ভয়ানক কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যাশিত। পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ব্যর্থতা এবং পরিবার-স্বজনদের পরিদর্শন না করতে দেয়াও একটি বড় কারণ। মানবাধিকার সংস্থা তার স্বাস্থ্যের বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবদেনও তৈরি করেছিল।’
পরে অ্যামিনেস্টির পক্ষে মুরসির মৃত্যুর ‘যথাযথ’ তদন্ত দাবি করে সারাহ এক বিবৃতিতে বলেন, ‘বছরের পর বছর সরকারের নির্যাতন, অসহনীয় নির্জন কারাবাস, অপর্যাপ্ত চিকিৎসা সেবা, পরিবার ও স্বজনদের থেকে দুরে থাকাই প্রাক্তন রাষ্ট্রপতি মুরসির মৃত্যুর কারণ যার দায় বর্তমান সরকার এড়িযে যেতে পারে না।’
অপরদিকে মুরসির দীর্ঘদিনের বন্ধু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বন্ধুকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বলেছেন, ‘শহীদের রক্ত, আত্মত্যাগ কখনো বৃথা যায় না, এর ফল মিশরের স্বৈরশাসকদের দিতেই হবে।’
মুরসির আরেক সহযোগী এবং বন্ধু কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি জানিয়েছেন, বন্ধুর মৃত্যর সংবাদে তিনি গভীর ‘শোকাহত’। ২০১৮ সালে মুরসির কারাবাত সম্পর্কে তদন্ত করা রাজনীতিবিদদের একটি আন্তর্জাতিক প্যানেলের নেতৃত্ব দেয়া ব্রিটিশ এমপি ক্রিসপিন ব্লান্টও মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ‘অান্তর্জাতিক মানের স্বাধীন’ তদন্ত দাবি করেছেন। সূত্র : বিবিসি
পিবিএ/জেডআই