মুশফিকময় ভারতীয় পত্রিকা

পিবিএ স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে আট মুখোমুখিতে জয়ে অধরা ছিলো বাংলাদেশের। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের কাছে গিয়েও এক রানে হারতে হয়েছিলো টাইগারদের। ওই ম্যাচে মুশফিকুর রহিমের ভুল শটে আউট হয়ে যাওয়ার ফলে অনেকবার সমালোচনার কাঠগড়ায় পুড়তে হয়েছিলো তাকে। অবশেষে মুশফিকের হাত ধরেই ভারতের বিরুদ্ধে জয় খরা মেটালো বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে জয় তুলে নিলো টাইগাররা।

টাইগারদের ঐতিহাসিক এই জয়ের বাংলাদেশের সবগুলো পত্রিকায় স্থান পেয়েছে প্রথম পাতায়। ব্যতিক্রম করেনি ভারতের সংবাদমাধ্যমগুলোও। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের সবগুলো পত্রিকাতেই স্থান পেয়েছে বাংলাদেশের জয়ের খবর। প্রায় সবগুলো পত্রিকাই মুশফিকুর রহিমের প্রশংসা করে তাকে শিরোনামে টেনেছে। পশ্চিমবঙ্গের ‘আনন্দনবাজার’ পত্রিকা তাদের স্বভাবসুলভ শিরোনাম করেছে, ‘ভাঙাচোরা দল নিয়েও এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতলো বাংলাদেশ।’

আরেক পত্রিকা ‘এই সময়’ মুশফিকের প্রশংসা করে শিরোনাম করেছে, ‘অনবদ্য মুশফিকুর, এই প্রথম টি-টেয়েন্টিতে বাংলাদেশের কাছে হার ভারতের!’ ‘বর্তমান’ পত্রিকা শিরোনাম করেছে, ‘মুশফিকুরের কাছে হার মানলো টিম ইন্ডিয়া’। ‘কলকাতা ২৪’ লিখেছে, ‘মুশফিকের ব্যাট সাপমুক্তি বাংলাদেশের’

ভারতের আরেক জনপ্রিয় ‘জি নিউজ’ বাংলার শিরোনাম, ‘সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জিতে নিলো বাংলাদেশ।’ ভারতের জনপ্রিয় ‘টাইম অব ইন্ডিয়া’ মুশফিককে টেনে শিরোনাম করেছে, ‘মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিলেন।’ আরেক পত্রিকা ‘এনডিটিভি’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আলিঙ্গনের ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে নায়ক মুশফিকুর রহিম।’ ‘দ্য হিন্দু’ পত্রিকাও প্রায় এনডিটিভির মতো শিরোনাম করেছে, ‘ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে মুশফিকুর রহিম তারকা।’ ‘হিন্দুস্থান টাইমস’ লিখেছে, ‘ভারত বনাম বাংলাদেশ, ‘দিল্লিতে টি-টোয়েন্টিতে সফরকারীদের ঐতিহাসিক জয় এনে দিলেন মুশফিকুর রহিম।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...