পিবিএ, হাটহাজারী: হেফাজত ইসলামের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক ও আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, হজের বিশ্ব মিলনমেলার মাধ্যমেই মুসলিম উম্মাহর হারানো ঐক্য ফিরিয়ে আনা সম্ভব। এর সঙ্গে গোটা মুসলিম উম্মাহ জড়িত। এছাড়া মুসলমানদের ঐক্যকে সুদৃঢ় রাখার মূল উপাদান হচ্ছে হজ। ইসলামের এ মহান স্থম্ভ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও সম্প্রীতি স্থাপনের অমূল্য সুযোগ এনে দেয়। হজ হচ্ছে ইসলামি সম্পর্ক ও সহানুভূতির বাস্তব প্রতিক। যারা মুসলমানদের মনোযোগকে বাস্তবতা ও ইসলামের মূল চালিকা শক্তি থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে বিভক্তি ও বিচ্ছেদের বীজ বপন করতে চায়, তাদের প্রতি আলাহর অভিশম্পাৎ বর্ষিত হোক। কাজেই পবিত্র হজের সমূহ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে তিনি উত্তর চট্টগ্রামের প্রাচীনতম হজ্ব সেবামূলক প্রতিষ্ঠান আল হাবীব হজ কাফেলার উদ্যোগে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার(৩০জুলাই) রাত ৯টায় হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আল হাবীব হজ কাফেলার চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নাছির উদ্দীন মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আলামা শেখ আহমদ সাহেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেখল মাদরাসার মহাপরিচালক আলামা নোমান ফয়জী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতী জসিম উদ্দীন, ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতী মোহাম্মদ আলী কাসেমী।
হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক নিজাম সাইয়্যিদ ও মাওলানা মুহিউদ্দীন খানের যৌথ সঞ্চলনায় এতে আরও বক্তব্য রাখেন, হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ, আল হুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরীস, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা জাহাঙ্গীর মেহেদী, মাওলানা হোসাইন ফয়জী, মাওলানা হাফেজ শহিদুলাহ, মাওলানা আব্দুল খালেক ছানুবী, মাওলানা আবুল হোসেন প্রমুখ।
খোরশেদ আলম শিমুল/বাখ