মুসলিম শিশুদের কোরআন শরিফ দান করলো বৌদ্ধ ধর্মীয় সংগঠন

 

পিবিdeginalaএ,খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়ি আওতাধীন দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার মুসলিম এতিম শিক্ষার্থীদের মাজে ৬০টি কোরআন শরীফ দান করেছে, চট্টগ্রাম বৌদ্ধ ধর্মীয় সংগঠন ত্রিরত্ন সংঘ। পাশাপাশি পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথালয়ের ৪০ শিক্ষার্থীর মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৬ই মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায়, বোয়ালখালী দশবল বুদ্ব রাজ বিহারে, পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ত্রিরত্ন সংঘের সভাপতি অভি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপপ্ত চেয়ারম্যান লায়ন্স আদর্শ বড়ুয়া, উপন্দ্রে বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া, দীঘিনালা উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, আর্যলোক ভিক্ষু,প্রথম আলো পত্রিকার প্রতিনিধি পলাশ বড়ুয়া ও ত্রিরত্ন সংঘের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া প্রমূখ।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপপ্ত চেয়ারম্যান লায়ন্স আদর্শ বড়ুয়া বলেন, প্রত্যেক বিত্তবান ব্যক্তিরা যদি সমাজের অসহায় এতিম শিশুদের পাশে দাড়ায়, তাহলে তারা অনেক দূর এগিয়ে যাবে। একদিন তারাও সমাজে ভুমিকা রাখতে পারবে। এসময় তিনি সকল বিত্তশালী ব্যক্তিদের ধর্মবর্ণ নির্বিশেষে অসহায় এতিম শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে অবদান রাখার জন্য যোগ্য করে তোলার জন্য আহবান জানান।

পিবিএ/এমএইচ/হক

আরও পড়ুন...