মুস্তাফিজ এক কোটিতে রাজস্থানে

পিবিএ ডেস্ক: আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।

২০২১ আইপিএলের জন্য তাকে এক কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কাটার মাস্টার খ্যাত এই পেসারের ভিত্তিমূল্যও ছিল এক কোটি। ভিত্তিমূল্য দিয়েই তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান।

আইপিএলে মুম্বাই ও হায়দারবাদের পক্ষে মোট ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ । বাঁহাতি পেস বোলিংয়ে তিনি শিকার করেছেন মোট ২৪টি উইকেট। সেরা বোলিং ১৬ রানের বিনিময়ে ৫টি উইকেট।

দল পেলেও মুস্তাফিজ এবারের আইপিএলে খেলতে পারবেন কীনা সেটি নিশ্চিত নয়। এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ। মে মাসে আসতে পারে শ্রীলঙ্কান দল। এবারের আইপিএল হতে পারে এপ্রিল-মে মাসে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...