মৃত্যুদণ্ড হতে পারে সেই প্রতিবাদী শিশু মুর্তজার

মৃত্যুদণ্ড হতে পারে সেই প্রতিবাদী শিশু মুর্তজার
মুর্তজা কুয়েরিস

পিবিএ,ডেস্ক: আরব বসন্ত চলাকালে ২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকায় রাস্তায় নেমেছিল ১০ বছরের মুর্তজা কুয়েরিস। ৩০ শিশুকে সঙ্গে নিয়ে মুর্তজা স্লোগান দিয়েছিল ‘জনগণকে মানবাধিকার দিতে হবে’।

ওই ঘটনার তিন বছরের মাথায় গ্রেফতার হয় মুর্তজা। ওই সময় পরিবারের সঙ্গে বাহরাইন যাচ্ছিল সে। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা তাকে আখ্যা দিয়েছিল ‘সবচেয়ে কমবয়সী রাজনৈতিক বন্দী’ হিসেবে। ১০ বছর বয়সে করা অপরাধের জন্য তাকে এখন মৃত্যুদণ্ড দিতে চায় সৌদি আরব। ২০১১ সালে ‘সরকারবিরোধী’ আন্দোলনে অংশ নেয়া মুর্তজার বর্তমান বয়স ১৮।

পিবিএ/আরআই

আরও পড়ুন...