মৃত্যুমুখে পতিত সৌদি আরবের অধিকারকর্মীরা

পিবিএ,ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিরোধীদের দমনে পদ্ধতিগতভাবে গ্রেফতার হওয়া বেশ কিছু অধিকারকর্মীকে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব। কাতারভিত্তিক দৈনিক আল-শার্ক এর বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সৌদির পাবলিক প্রসিকিউশন পরিকল্পনা করছে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের শাসন ব্যবস্থার সংস্কার চেয়ে আন্দোলন করার দায়ে চারজন অধিকারকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আরও বেশ কয়েকজন অধিকারকর্মীর বিচার চলছে।

বিরোধীদের দমনে পদ্ধতিগতভাবে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব।
অধিকারকর্মীকে মৃত্যুদণ্ড

অধিকারকর্মীদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতার অভিযান শুরু করেছে সৌদি আরব। সম্প্রতি গ্রেফতার হওয়া ১৪ জন অধিকারকর্মী এখন কারাবন্দি আছেন। তাদের দুজন নারী। দুজনের মধ্যে একজন নারী অন্তঃসত্ত্বা। অধিকারকর্মীদের মধ্যে আবার দুজনের সৌদি ও যুক্তরাষ্ট্র উভয় দেশের নাগরিকত্ব আছে। এসব অধিকারকর্মীর বেশিরভাগ অনলাইনে সক্রিয়। তাদের অনেকের বিরুদ্ধে কোনো চার্জ না থকলেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অধিকারকর্মীদেরকে নিজের সম্পত্তির একটা অংশ রাজতন্ত্রের কাছে অর্পন করতে হবে। তাছাড়া তাদেরকে অনেক বছর জেল খাটতে হবে বলেও জানা গেছে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...