মৃত্যুর আগে কাশ্মীর নিয়ে সুষমা স্বরাজের শেষ টুইট

পিবিএ ডেস্ক: একদিকে সন্ত্রাসবাদ-জঙ্গি অনুপ্রবেশ, পাকিস্তানের সঙ্গে তর্ক-বিতর্ক, অন্যদিকে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, এই নিয়ে যখন ভারতের রাজনৈতিক তথা সামগ্রিক পরিস্থিতি উত্তপ্ত, তার মাঝেই দেশটির রাজনীতিতে নেমে এলো শোকের ছায়া। চলে গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

৩৭০ ধারা বতিল নিয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। সেই পোস্টে বাড়ছিল লাইক, কমেন্টস, কথার পিঠে কথা। তার মাঝে হঠাৎ এই ছন্দপতন যেন মেনে নেওয়ার নয়। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শোকবার্তায়।

মৃত্যুর তিন ঘন্টা আগেও কাশ্মীর নিয়ে সুষমা শেষ টুইটে লিখেছিলেন, ‘‌ধন্যবাদ প্রধানমন্ত্রী। এই দিনটা দেখার জন্যই বোধহয় আমি বেঁচে ছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।’‌ তাহলে কি মৃত্যু দেখতে পাচ্ছিলেন সুষমা? হঠাৎ তার মৃত্যুর খবর আর শেষ টুইট, সব মিলিয়ে এক অদ্ভুত গল্প যেন তৈরি হল তাকে ঘিরে। না হলে এমন টুইট শেষ কথায় লিখবেন কেন তিনি?
পিবিএ/বাখ

আরও পড়ুন...