মৃত্যুর কারণ যখন চু্ম্বন

পিবিএ ডেস্কঃ উন্মত্ত যৌনতার বিকল্প নেই! কিন্তু সবাই এককথায় মেনে নেবে, সেক্স-এ সবথেকে উপভোগ্য চুমু! ঠোঁটে ঠোঁট রেখে ল-অ-অ-অ-অ-ম্বা চুমুর স্বাদই আলাদা! কিন্তু জানেন কি, চুমুর মধ্যে দিয়ে শরীরে ঢুকে পড়ছে নানা অসুখ।

চুমুর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে গ্রুপ এ স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া যাঁর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। চুমুর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে গ্রুপ এ স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া যাঁর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

চুমুর মাধ্যমে হতে পারে গণোরিয়া। এটি একজাতীয় যৌন রোগ, সাধারণত যৌনতার মধ্যে দিয়ে শরীরে গণোরিয়ার জীবাণু ঢুকে পড়ে। কিন্তু গবেষণা বলছে,স্মুচের মাধ্যমেও শরীরে প্রবেশ করে গণোরিয়া ভাইরাস।

চুমুর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে এপস্টাইন-বার ভাইরাস যাঁর থেকে হতে পারে মোনোনিউক্লেওসিস। চুমুর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে এপস্টাইন-বার ভাইরাস যাঁর থেকে হতে পারে মোনোনিউক্লেওসিস।

চুমুর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে এপস্টাইন-বার ভাইরাস যাঁর থেকে হতে পারে মোনোনিউক্লেওসিস।
চুমুর মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে সর্দি-কাশির জীবাণু প্রবেশ করে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...