মৃত্যুর থেকে শিশুটিকে বাঁচাল কুকুর (ভিডিও সহ)

পিবিএ ডেস্ক: ছোট্ট মেয়েটির খেলার বল নদীতে পড়ে গিয়েছিল। সেটা কুড়িয়ে আনতে নদীতে নেমে পড়ছিল সে। বল নিতে গিয়ে যে ডুবে মরতে বসেছিল সেটা বোঝার বয়সও হয়নি তার। তবে কথায় আছে- রাখে আল্লাহ মারে কে! জামা টেনে ধরে ছোট্ট শিশুটিকে বাঁচিয়ে দিল পোষ্য কুকুর। পরে নিজেই নদীতে নেমে মুখে করে বলটি কুড়িয়ে আনল সে।

পুরো ঘটনাটি ধরা পড়ে ভিডিও। ফিজিক্স- অ্যাস্ট্রোনমি নামে একটি সংগঠনের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, নদীর ধারে খেলা করার সময় পানিতে বল পড়ে যায় ছোট্ট মেয়েটির। এদিক-ওদিক সাহায্যের জন্য না কাউকে পেয়ে বলটি কুড়িয়ে আনার জন্য নদীতে নামতে যাচ্ছিল সে।

ওই সময় পেছন থেকে দৌড়ে আসে একটি কুকুরটি। মেয়েটির জামা মুখে নিয়ে টানতে থাকে। সেই টানের চোটে নদীর ধারে এসে পড়ে যায় শিশুটি। এরপরই পানিতে নেমে তার বল কুড়িয়ে আনে কুকুরটি। সংবাদ প্রতিদিন জানায়, ছোট্ট শিশুটির প্রতি কুকুরটির ভালোবাসা দেখে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। প্রশংসায় পঞ্চমুখ সবাই। কেউ কেউ তো একেবারে ফ্যান হয়ে গেছেন পোষ্যটির।

একজন টুইটারে লিখেছেন, ফের প্রমাণিত হলো কুকুর প্রভুভক্ত। ওর জায়গায় অন্য কেউ থাকলে এইরকম নাও করতে পারত। ফলে ঘটতে পারত বড় অঘটন। অন্য একজন লেখেন, মানুষ কেন এই রকম বিশ্বাসী হয় না? ছোট্ট শিশুটির প্রাণে বাঁচানোর জন্য কুকুরটিকে পুরস্কার দেওয়া উচিত।

অবশ্য উল্টো প্রতিক্রিয়াও মিলেছে। এই ঘটনার ভিডিও যিনি করেছেন, তাকে ‘কুকুর’ বলে তুলনা করেছেন একজন। টুইটারে তিনি লেখেন, ক্যামেরা নিয়ে যে কুকুররা ছিল, তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...