মৃত ব্যক্তির চুল নখ কাটা যাবে?

arbi

পিবিএ,ডেস্ক: মৃত ব্যক্তির চুল, নখ ইত্যাদি বড় থাকলেও তা কাটা মাকরুহ। মৃতের পরিবারবর্গের উচিত, মৃত্যুর আগেই মুমূর্ষ রুগীর ওইসব পরিষ্কার করে দেওয়া।

ইবনে সিরীন রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির চুল ও নখ কাটা যাবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৬২২৮)

মুহাম্মাদ রহ. বলেন, মৃত ব্যক্তির বগলের নিচের পশম ও নখ কাটাকে মাকরুহ মনে করা হত। তিনি বলতেন, অসুস্থ ব্যক্তির আত্মীয়স্বজনের উচিত, এই কাজটি তার অসুস্থাবস্থায় করে দেয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ ৭/১৩৯, হাদিস নং ১১০৫৩)

হানাফি মাজহাবের বিখ্যাত ফাতাওয়া গ্রন্থ আল ফাতাওয়া আল হিন্দিয়া ১/১৫৮ রয়েছে, মৃতের চুল ও দাড়ি আঁচড়ে দেবে না, তার নখ ও চুল কাটবে না। হিদায়া কিতাবে মাসআলাটি এভাবেই রয়েছে। মৃতের গোঁফ কাটবে না, তার বগলের নিচে পশম উঠাবে না। তার নাভীর নিচের লোম কেটে দেবে না। বরং এসব জিনিসসহ তাকে দাফন করবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...