মৃত শিশুকে মাটিতে পুঁতে বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছেন মা

মেহেরপুরের গাংনীতে মায়ের কোল থেকে পড়ে আছিয়া খাতুন মিষ্টি (৩ মাস বয়সী) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি

পিবিএ ডেস্ক: নিজের ২ মাসের মৃত মেয়ে শিশুকে বাড়িতে পুঁতে ওই বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছেন এক মা। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের সীতাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন ওই শিশু। কোনো কিছুতেই রোগ ভালো হচ্ছিল না তার। এতে চিন্তায় থাকতেন তার মা, এমনকি অবসাদেও ভুগতেন। পরে মেয়ে শিশুটি মারা গেলে বাড়ির ভেতর তার দেহ মাটিতে পুঁতে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেন তার মা।

উত্তর প্রদেশের এএসপি মাধুবন সিং জানান, ঘটনার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির ভেতর থেকে দুই মাসের ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...