মেকআপ করলে ১২৫ টাকা বোনাস

মেকআপ করলে ১২৫ টাকা বোনাস

পিবিএ ডেস্ক: নারী কর্মীদের জন্য এক অভিনব প্রস্তাবের আয়োজন করেছে রাশিয়ার এক কোম্পানি। অফিসে নারী কর্মীরা যদি স্কার্ট ও মেকআপ করে আসেন তবে তাদের ১.৫০ ডলার মানে টাকার হিসাবে ১২৫ টাকা বোনাস দেওয়া হবে।

যদিও এমন প্রস্তাবের কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় সেটি তীব্র সমালোচিত হয়। কোম্পানির যোগাযোগ বিভাগের কর্মী অ্যানাস্তেশিয়া কিরিলিকোভা মনে করেন, এতে অফিসের ৭০ শতাংশ পুরুষের দলে নারীরা আলাদা করে গুরুত্ব পাবেন।

তিনি বলেছেন, ‘এই উদ্যোগে আমাদের নারী কর্মীরা তাদের ফেমিনিটি আরও বেশি করে উপভোগ করতে পারবেন।’

পিবিএ/আরআই

আরও পড়ুন...