মেক্সিকোতে মানুষের খণ্ড খণ্ড টুকরো মিলল ১১৯টি ব্যাগে!

পিবিএ ডেস্ক: মেক্সিকোর সিজেএনজি এলাকার একটি বনে মিলেছে মানুষের বহু খণ্ড খণ্ড টুকরো! সেখান থেকে পঁচা গন্ধ বেরোলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেরিয়ে আসে মূল ঘটনা।
সোমবার মেস্কিকোর জালিসকো নিউ জেনারেশন সেন্ট্রাল (সিজিএনজি) এর এনফোর্সমেন্ট এ্যাডমিনিস্ট্রেশন এজেন্ট কেলি মোরির বরাত দিয়ে ডেইলি মিরর এই খবর প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, পুলিশ ওই বনের মধ্যে গিয়ে মানবদেহের শত শত ছিন্নভিন্ন টুকরো দেখতে পায়। ওই সব টুকরো একত্রিত করে ব্যাগে ভরা হয়। এতে ১১৯টি ব্যাগের প্রয়োজন হয়।

এদিকে মাদক কারবারের কুখ্যাতিতে প্রায়ই উঠে আসছে মেক্সিকোর মাদক সম্রাটদের নাম। মাদক ব্যবসার জন্য তারা নির্বিচারে মানুষ হত্যা করছে। তবে এবার বেছে বেছে নারী ও শিশু হত্যাকারী একটি মাদক গ্যাংয়ের সন্ধান পেয়েছে দেশটি।

নতুন এই গ্যাংয়ের নাম ‘নিউ ই-ওয়ান চাপো’। এর প্রধান চাপো। তাকে ধরিয়ে দিতে পারলে এক কোটি মার্কিন ডলার (প্রায় ৮৫ কোটি টাকা) পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

এজেন্ট কেলি মোরি বলেন, এই গ্রুপটি অত্যন্ত ভয়ংকর। তারা নারী ও শিশুদের প্রকাশ্যে হত্যা করে দেহ খণ্ড খণ্ড করেছে। মরদেহের ওপর এসিড নিক্ষেপ করেছে।

তিনি আরো জানান, এই গ্রুপের সদস্যরা প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটাচ্ছে। গত এক মাসে ৪৪ জন মানুষকে হত্যা করেছে। যার বেশিরভাগই নারী ও শিশু। মেক্সিকোর পুলিশ ওই সব মরদেহ উদ্ধার করেছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...