পিবিএ,ডেস্ক: মেক্সিকোয় ছুরিকাঘাতে এক সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। শনিবার কর্তৃপক্ষের পাঠানো বিবৃতির বরাতে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এ নিয়ে দেশটিতে অন্তত ১০ সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে।
তেজুপিলকো নামের একটি নিউজ ওয়েবসাইটের প্রধান কন্ডেস জারামিলোর (৪২) লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ হত্যাকান্ডের কারণে জানতে তদন্ত শুরু করা হয়েছে।
মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা রিপোটার্স উইদাউট বডার্স(আরএসএফ) বলছে, ওই সাংবাদিকের আত্মীয় স্বজনরা জানিয়েছেন গত বছর জুন ও নভেম্বরে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
চলতি বছর মেক্সিকোয় আরো নয় সাংবাদিককে হত্যা করা হয়। দেশটিতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রায় একশ সাংবাদিককে হত্যা করা হয়েছে।
আরএসএফ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তানের পাশাপাশি মেক্সিকোকেও সাংবাদিকদের জন্যে সবচেয়ে বিপদজনক স্থান হিসেবে চিহিৃত করেছে।
পিবিএ/ইকে