পিবিএ ডেস্ক: মেক্সিকোর একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির ভেরাক্রুজ রাজ্যের মিনাটিটলান শহর এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয় এ খবর দিয়েছে রয়টার্স।
ভেরাক্রুজ রাজ্যের এক মুখপাত্র বলেন, অজ্ঞাত এক বন্দুকধারী শুক্রবার রাতে ওই বারে এক ব্যক্তির খোঁজে আসে। সেসময় অতর্কিতে হামলা চালায় সে।
এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৫ জন নারী, ১ শিশু ও ৭ জন ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হামলায় আরো ৪ জন আহত হয়েছে।
ওই রাজ্যের মুখপাত্র আরো বলেন, এই হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
ভেরাক্রুজ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রধান হুগো গুতিরেজ এক টুইট বার্তায় বলেন, ওই হামলাকারীকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
পিবিএ/এএইচ