মহিউদ্দিন আল আজাদ,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় দুই নৌযানে থাকা ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে নদীর নাসিরকান্দি নামক এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও বিআইডাব্লিউটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন-ড্রেজার মেশিনের সুকানি মোখলেছুর রহমান (৫০) ও আতাউর রহমান (৪৫), বাল্কহেডের সুকানি মো. খলিল (৩২) ও মনির হোসেন (৩০)।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর পরিবহন পরিদর্শক (টিআই) মো. মাহতাব উদ্দিন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলীসহ নৌ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, বৈধ অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। নদীর তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে। গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।