পিবিএ, নরসিংদী: নরসিংদী রায়পুরা উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২১ মে) দুপুরে পুলিশ খবর পেয়ে উপজেলা শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর এলাকার মেঘনা নদী থেকে ওই যুবকের মৃত দেহ উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা মৃত: লাশটি নদীতে ভেসে থাকতে দেখে খবর দেন। তবে ওই যুবকের শরীরে কোনও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
রায়পুরা থানার উপ পরির্দশক (এসআই) তারক চন্দ্র শীল পিবিএ’কে জানান লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
পিবিএ/কেএস/হক