মেঘনা পাড়ে ব্লক রেইডে ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

পিবিএ, চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর পাড়ে ব্লক রেইডে ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার দিনভর চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় চাঁদপুর মডেল থানা, পুরানবাজার ফাঁড়ির পুলিশ ও জেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে ব্লক রেইড পরিচালনা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ব্লক রেইডে ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আমরা জব্দ করেছি। যার অনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি। এভাবে প্রতিটি জেলে পাড়ায় ব্লক রেইড পরিচালণা করলে, কারেন্ট জাল জব্দ হবে এবং ইলিশ নিধন কমে যাবে।

জেলা মৎস্য কর্মকতা মো. আসাদুল বাকি জানান, জাটকা রক্ষার আমাদের এই অভিযান জেলেদের ভালোর জন্যেই। কারণ পোনা ইলিশ বড় হলে সেগুলো জেলে ভাইয়েরাই ধরবেন। তাই পোনা ইলিশগুলো বড় হতে দেবার জন্য তাদের সহোযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি মৎস্য কর্মকতা মো. ফিরোজ আহমেদ মৃধা, পুরানবাজার ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম, এস আই পলাশ বড়ুয়াসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

পিবিএ/এমএ/এমএসএম

আরও পড়ুন...