মেঘলা ইসলামের কবিতা

 

পায়রা

ওরা পায়রা হবে বলে,আজো আছে থেমে
নিভৃতে থাকা শব্দমালা
বিস্ফোরিত হবে একদিন
পুরো তল্লাটের সবাই নির্বাক হয়ে
শুধু শুনবে/দেখবে সেদিন!
তোমারও জুড়াবে প্রাণ
আমার শব্দ দিয়ে গাইবে গান
পর্বতের চূড়ায় যেদিন দেখবে আমায়
ভালোলাগা হবে তোমার আকাশ ছোঁয়া
আর কটা দিন, লক্ষহীন
তবে পাশে এভাবেই থেকো
জয়ী হয়ে, না হয় এক সাথে ফের কাঁদবো॥

 

অদম্য যাত্রা

এই চেষ্টা জন্মান্তরের, নবযাত্রার আগমনের
স্বপ্ন ভঙ্গের তীরে,অবিচার এখনো দাপটে দাঁড়িয়ে
ইতিহাস স্বাক্ষি,সুবিচার পেতে হয় দেরি
জনতার সংগ্রামী জীবন,
ব্লাক অর্ডারে বেশ চলছে তোমাদের
বাঁধন হারা সে ক্ষমতা,উন্মুক্ত করেছে যে জনতা
রক্ত দিয়েছি অতীতে
আজও দিয়ে যাচ্ছি
হ্রাস হয়নি শোষণের মাত্রা,
অতীতে শোষণ করেছে পর, আজ আপন যারা

বাঙালি রক্ত দিতে জানি,
ইতিহাস বদলেছি বর্তমান কেন পারবোনা

প্রজন্মের অদম্য যাত্রা।

 

পিবিএ/শআ

আরও পড়ুন...