মেঘলা ইসলামের কবিতা

অন্ধত্ব
অন্ধ করো আমায় প্রভু,
আছে দু’ চোখ তবু দেখিনা কিছু !
সেদিন দেখি রাস্তায় দাড়িয়ে এক বালিকা,
মায়াবী চেহারা যার তবে চক্ষু আলো ছিলো না তার,
হটাৎ এক পুরুষ ধরলো তার হাত, ঘাবড়ালো না সে বটে,
সাহসী কণ্ঠে জিজ্ঞেস করলো কে ?
অপর পাশ থেকে বলে উঠলো কেউ আমি সুন্দরী হে !
ভদ্রতার নেকাপ পরা সেই লোক,
অভদ্রতার পরিচয় দিচ্ছিলো রোজ,
নাম মাত্র সেই অন্ধ হাত ছাড়িয়ে,
নির্ভয়ে কিছু উত্তম মধ্যম দিলো লাগিয়ে !
মনের আলো দিয়ে রুখে ছিলো সে,
বুঝিয়ে দিলো আসলে অন্ধ কে !
ধিক্কার হে সমাজ, ধিক্কার তোমায় ধিক্কার নিজেকে,
চোখ থাকতেও আমরা যারা দেখিনা চেয়ে !
কতো অপবাদ কতো অন্যায় দাবি
তবুও সবাই চোখ বুঝে থাকি!
দেখিতে দেখিতে একদিন নয়নের আলো হবে শেষ,
এই যদি হয় আমরা চোখ থাকার রেশ
হে প্রভু পরজন্মে আমায় অন্ধত্বই দিস!
জাগো হে মা বোন জ্বালো মনের প্রদীপ,
তুই শুরু কর শুভ যাত্রা সাথে আমায়ও নিস,
চলো রুখে দেই তাদের বুলি যারা ভাবে
নারী অসহায়, নারী দূর্বল,নারী সামান্য কড়ি॥

আরও পড়ুন...