জাদুর শহর
কোন এক ভোরে এই জাদুর শহরে ,
আমি আসবো ফিরে ,
হয়তো এই দূরত্ব, শুধু এই মুহূর্ত
মহা শুদ্ধ যে চিন্তা , বুঝে নিও সে ইচ্ছা ,
কেন আমি দাঁড়িয়ে সমুদ্র পানে তাকিয়ে ,
কোন এক ভোরে এই জাদুর শহরে ,
আমি আসব ফিরে ।।
এক গুচ্ছ কবিতা ,একে দিবে আমার ছবিটা,
যদি পারো চিনে নিও, মুখ ফুটে বলে দিও ,
লালচে সন্ধ্যায়, মিশে গিয়ে জোছনায়,
কথার ফুল ঝুড়ি, হয়তোবা হয়েছে চুরি,
এভাবেই যদি হায় পার হয়ে যায় বহুটা সময় ,
খুব কি করবে ঈর্ষা , দেখে হৃদয়ের তৃষটা ,
তুমিও চাইলে ছুঁতে পারো ,আমি তোমার হবো আরও ,
হয়তো এই দূরত্ব , শুধু এই মুহূর্ত ,
কোন এক ভোরে এই জাদুর শহরে ,
আমি আসবো ফিরে ।।