মেট্রো রেলে তরুণ-তরুণীর চুম্বনের দৃশ্য ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: দিল্লিতে মেট্রো রেলে পাশে থাকা যাত্রীদের চমকে দিয়ে আবেগঘন চুম্বনে মেতে উ ঠলেন এক যুগল। আর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, মেট্রোর কামরায় স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন এক যুগল। প্রথমে কথাবার্তা বলেই সময় কাটাচ্ছিলেন তারা। এরপর হঠাৎ করেই প্রকাশ্যে একে অপরকে চুম্বন করতে শুরু করেন দুজন। সেখানে থাকা এক সহযাত্রী আবার সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

ভাইরাল হওয়া ঘটনাটিতে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পক্ষ গড়ে উঠেছে। কেউ কেউ বলছেন, ওই যুগলের ব্যক্তিগত মুহূর্ত এভাবে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া অন্যায়। আবার অনেকের মতে, পাবলিক প্লেসে এ ধরনের আচরণ ঠিক নয়।

দিল্লির মেট্রোতে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও মেট্রোতে এ রকম ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগও জমা পড়ে।

শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও এ বিষয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। এরই মাঝে আবারও নতুন এ ঘটনাটি ঘটলো।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...