মেরুন কালার শার্টেরর অংশ দেখেই জাফরের লাশ সনাক্ত

পিবিএ,ঢামেক: চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও এক লাশের পরিচয় সনাক্ত করেছে ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগ। নিহতের নাম জাফর আহমেদ (৪৫)। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মির্জানগর গ্রামের সোলায়মানে ছেলে জাফর। থাকতো চকবাজার সাতরওজা এলাকায়। ওই এলাকায় প্লাস্টিক কারখানায় কাজ করতেন তিনি। পাঁচ সন্তানের জনক ছিলেন জাফর।
আজ দুপুরে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা নিহত জাফরের লাশ সনাক্ত করেন বড় ছেলে মোঃ রাজু।
নিহত জাফরের চাচা মোহাম্মদ হারুন জানান, ঘটনাস্থলেরর পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরা ভিডিওতে দেখতে পেরেছি দুর্ঘটনার আগ মুহূর্তে ঘটনাস্থলে জাফরকে মেরুন কালারের শার্ট পরা। আজ মিটফোর্ড মর্গে ওই মেরুন কালার শার্টেরর কিছু অংশ দেখেই জাফরের লাশ সনাক্ত করা গেছে।
আজ বিকেলে মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে লাশটি ঢাকা মেডিকেল মর্গ আনার পরই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বিভিন্নভাবে যাছাইবাছাই করে সম্পূর্ণভাবে নিশ্চিত হন এটি দাবিকৃত ফায়রের লাশ। এরপর পুলিশ এবং সংশ্লিষ্টদের তিনি এটি নিশ্চিত করেন।
এ নিয়ে নিহত ৬৭ জনের মধ্যে ৪৮ টি লাশের পরিচয় শনাক্ত হল।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...