রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে ডিবি পুলিশের অভিযানে আটককৃত ৮ জুয়াড়িকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আটক জুয়াড়িদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠান।
এর আগে শুক্রবার গভীর রাতে কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি সেচ মেশিনের ঘর থেকে জুয়াড়িদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা-২ এর একটি দল। এতে নেতৃত্ব দেন ডিবি শাখা-২ এর উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
গ্রেপ্তার জুয়াড়িরা হলো- মেলান্দহ উপজেলার কাঙ্গালকুসা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে শফিকুল (৪৫), মৃত ইউসুফ আলীর ছেলে বাদল ফকির (৫২), মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (২৫), মৃত দলিল উদ্দিনের ছেলে ফিরোজ (৫৫), মেঘারবাড়ি গ্রামের মৃত শাজাহান খানের ছেলে রফিকুল (৪২), একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহমুদুল হাসান (৩৮), ডেফলা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মুকুল (৬১) এবং পাশ্ববর্তী ইসলামপুর উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত মোহন শেখের ছেলে আমিনুল (৩৫)।
জেলা ডিবি শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন, ‘গোপন খবরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’