পিবিএ স্পোর্টসঃ ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকে ক্যাম্প ন্যু মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেসি যে অন্য ক্লাবে খেলবেন, এমনটা হয়তো কেউ স্বপ্নেও দেখে না। কিন্তু বার্সা ফরোয়ার্ড চাইলে অন্য ক্লাবেও খেলতে পারেন। এমনকি চাইলে যে কোন মৌসুম শেষে ক্যাম্প ন্যু-ও ছাড়তে পারেন। বার্সার সঙ্গে চুক্তিতে যে তাই লেখা!
গোপন এই খবর ফাঁস করে স্প্যানিশ গণমাধ্যম এল পাইস জানিয়েছে, মেসি চাইলে ৩০ জুন যে কোন মৌসুম শেষে বার্সেলানা ছাড়তে পারবেন। ক্লাবের সঙ্গে এমন চুক্তিই হয়েছে তার।
২০০৫ সাল থেকে বার্সার সঙ্গে আটবার চুক্তি নবায়ন করেছেন মেসি। শেষবার করেছেন ২০১৭ সালে। যেখানে লেখা ছিল, ৩২ বছরে পা রাখলে ইচ্ছে অনুযায়ী মেসি ক্লাব ছাড়তে পারবেন।
সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২১ সাল পযর্ন্ত বার্সায় থাকার কথা মেসির। গত জুনে ৩২ বছরে পদার্পণের জন্মদিন পালন করেছেন তিনি। সুতরাং চাইলেই চলতি মৌসুম শেষে ক্যাম্প ন্যু ছাড়তে পারবেন বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা এই তারকা।
পিবিএ/মোফা