পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (১৭মে) সকালের দিকে গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মিরপুর ৪৭ ব্যাটালিয়নের লে:কর্নেল রফিক পিবিএ’কে জানান,গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম সংলগ্ন আন্তজার্তিক সীমান্তের ১৪২ এর ৬/এস নং পিলারের পাশ দিয়ে অস্ত্র ও মাদক পাঁচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে ১টি ভারতীয় ওয়ান শার্টারগান ,৪ রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পিবিএ/এসএস/আরআই