মেহেরপুরে গৃহবধূকে এসিড নিক্ষেপকারী ধর্ষণ মামলার আসামী আটক

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কু-প্রস্তাবে ব্যর্থ হয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপকারী ও একটি ধর্ষণ মামলার পলাতক আসামী ইয়াকুব আলী কাজলকে (২৬) আটক করেছে পুলিশ। আটককৃত কাজল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে ও একটি ধর্ষণ মামলার পলাতক আসামী।

বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে অভিযান চালিয়ে কাজলকে আটক করে।

এসিড নিক্ষেপের শিকার ওই গৃহবধূ পিবিএ’কে জানান, মাসখানেক ধরে কাজল আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে এসিড মেরেছে।

গাংনী থানা সূত্র পিবিএ’কে জানায়, গত বৃহস্পতিবার বিকেলে রামকৃঞ্চপুর ধলা গ্রামের এক গৃহবধূ পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় কাজল তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে গৃহবধূর পরিবার পুলিশকে জানায়। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজলকে ধলা গ্রাম থেকে আটক করে। এদিকে এসিড নিক্ষেপের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) পিবিএ’কে জানান, ইয়াকুব আলী কাজল কয়েক মাস আগে গাঁড়াডোব পোড়াপাড়ার এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে আত্মগোপনে ছিল। এরপর ধলা গ্রামের এক নারীকে কু-প্রস্তাব দেয়। তার কু-প্রস্তাবে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার ওই গৃহবধূকে এসিড নিক্ষেপ করে। তার বিরুদ্ধে এর আগেও একটি ধর্ষণ মামলা রয়েছে। এসিড নিক্ষেপ করার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। তাকে আজ শুক্রবার মেহেরপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।

পিবিএ/জিএস/এমএসএম

আরও পড়ুন...