পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বালিবাহি ট্রলি চাপায় সজিব হোসেন (২৫) নামের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কসবা-সিংহাটি গ্রামের মধ্যেবর্তি লক্ষিনারায়ণ-স্বরসতি খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সজিব গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবাগ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় যুবক বিপ্লব হোসেনজানান,সজিব কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে আসেন। সে আজসকালে প্রতিবেশীর একটি ট্রলি গাড়ী নিয়ে লক্ষিনারায়ণ খালে বালি বোঝাই করে রাস্তায় ওঠার সময় ট্রলিটি উল্টেযায়। এতে ঘনটাস্থলে সজিব মারা যায়।
পারিবারিক সূত্র জানায়,সজিব একটি ট্রলি কেনার জন্য ট্রেনিং করতে অন্যের ট্রলি চালাতে গিয়ে মারা যায়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার(পিপিএম) জানান,লাশ উদ্ধার করতে স্থানীয় কসবা পুলিশ ক্যাম্প ঘটনাস্থলে রয়েছে।
পিবিএ/ইএইচ