পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে জিয়াউর রহমান নামের এক মুদি ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী জিয়াউর জুগিন্দা গ্রামের শেখপাড়ার আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র ও মালামালাসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দিবাগত মধ্যরাতে জুগিন্দা গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
গৃহকর্তা জিয়াউর রহমানের স্ত্রী কাকলী খাতুন জানান আমরা পরিবারের সকল সদস্য শনিবার রাতে পাশের গ্রামের আত্মীয়ের বাড়িতে ছিলাম। এ সুযোগে পূর্ব শক্রতার জের ধরে ঘরের জানালা দিয়ে আগুন লাগায় দৃর্বুত্তরা। সকালে বাড়িতে না পৌঁছাইতে প্রতিবেশীরা বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন শেষে পুড়ে যাওয়া মালামালের আলামত উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিকদল মাঠে নেমেছে।
পিবিএ/সাহাজুল সাজু/এসডি