মেহেরপুরে পুকুর পাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের পুকুর পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল ধানখোলা গ্রামের বাজারপাড়াস্থ জনৈক মুন্নাফ মিয়ার পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন পিবিএ’কে জানান,আমি সকালের দিকে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এসময় রাস্তার পাশে মুন্নাফ মিয়ার পুকুর পাড়ে একটি (কন্যা) বাঁচ্চার লাশ পড়ে থাকতে দেখি। পরে আরো কয়েকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) পিবিএ’কে জানান,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কোনো অবৈধ সম্পর্কের ফসল হিসাবে এ ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

পিবিএ/জিএসএস/হক

আরও পড়ুন...