পিবিএ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মাঠে বজ্রপাতে একরামুল হক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় পলাশ হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। নিহত একরামুল রাজনগর গ্রামের এনার আলীর ছেলে। আহত পলাশ একই গ্রামের কবির হোসেনের ছেলে।
আজ বুধবার বিকেল ৩টার দিকে রাজনগর গ্রামের বেলের মাঠে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বিকেলে আকাশে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় একরামুল তার মরিচের ক্ষেতে কীটনাশক (বিষ) দিচ্ছিলেন। হঠাৎ একটি বজ্রপাত তার শরীরে আঘাত করলে,সে গুরুতর ভাবে আহত হন। ওই সময়ে পাশের ক্ষেতে পলাশ নামের এক যুবক কাজ করার সময় বজ্রপাতে সেও আহত হয়। মাঠের অন্যান্য কৃষকরা আহত দু’জনকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক একরামুলকে মৃত ঘোষণা করেন। আহত পলাশ হাসপাতালেই ভর্তি রয়েছেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/সাহাজুল সাজু/এসডি