মেহেরপুরে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

Gun Fight_PBA---1
প্রতীকী ছবি

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ বলেছ, সাজু এলাকার একজন শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিসপাড়ার বজলুর রহমানের ছেলে।

রিববার রাত আড়াইটার দিকে গাংনীর কাজীপুরের মুন্সিপাড়া স্লুইসগেটের অদূরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। স্থানীয় পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাশ জানান, মুন্সিপাড়ায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বন্ধ করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়। সাজু এলাকার একজন শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেয়া হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...