মেহেরপুরে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

পিবিএ,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইফ হোসেন (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সাইফ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের স্বাধীন হোসেনের ছেলে এবং গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদূরে তিন রাস্তার মোড়ে দ্রুতগামী আলমসাধু (ইঞ্জিনচালিত যানবাহন) গাড়ীর ধাক্কায় নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,স্কুলছাত্র সাইফ স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল। সে গোভীপুর তিন রাস্তার মোড় পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলমসাধু গাড়ীর চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন...