মেহেরপুরে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মায়ের কোল থেকে পড়ে আছিয়া খাতুন মিষ্টি (৩ মাস বয়সী) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা চামেলী খাতুন আহত হয়েছেন। নিহত আছিয়া গাংনী উপজেলা শহরের মহিলা কলেজপাড়ার ব্যবসায়ী মফিজুল ইসলামের মেয়ে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে মায়ের কোল থেকে পড়ে নিহতের ঘটনা ঘটে।

মেহেরপুরের গাংনীতে মায়ের কোল থেকে পড়ে আছিয়া খাতুন মিষ্টি (৩ মাস বয়সী) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি

নিহত আছিয়ার দাদা বাবর আলী পিবিএকে জানান,আছিয়ার চোখে অসুখ হয়েছিল। চিকিৎসা নেয়ার জন্য রোববার বিকেলে আছিয়াসহ তার মা চামেলী খাতুন ইজিবাইকে চড়ে মেহেরপুর শহরের এক ডাক্তারের কাছে যায়। সেখান থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। সন্ধ্যার দিকে গাংনী উপজেলা গাঁড়াডোব গ্রামের পোড়াপাড়া নামক স্থানে পৌছালে, আছিয়ার মা চামেলী খাতুনের ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে পড়ে।

এ সময় মা চামেলীর কোল থেকে শিশু আছিয়া পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হয়। পথচারীরা দু’জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার তাদের কুষ্টিয়া রেফার্ড করেন। কুষ্টিয়া হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে শিশু আছিয়া মারা যায়। তার মা বর্তমান স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) পিবিএকে জানান,শিশু মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

পিবিএ/এসএস/আরআই

আরও পড়ুন...