পিবিএ’মেহেরপুর : মাই টিভির মেহেরপুরের গাংনী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ওসমান (৩২) ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজেউন)।
আজ মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওসমান মৃত্যুবরণ করেন। ওসমান গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া বাজার পাড়ার বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্র পিবিএ’কে জানায়, সোমবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব হয়। সাথে সাথে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করেন।
মঙ্গলবার ভোরে কুষ্টিয়া যাওয়ার পথে আমলা- মিরপুরে পৌঁছালে বুকের ব্যথা আরও বেড়ে যায়। তৎক্ষণাৎ পার্শ্ববর্তী মিরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরহুম ওসমান তার ৮ বছর বয়সী কন্যা সন্তান,স্ত্রী, পরিবার পরিজন ,বন্ধু-বান্ধবসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা শহীদ মিনার চত্বরে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে ২য় জানাযা শেষে বাশবাড়ীয়া গোরস্থানে দাফন করা হবে। ওসমানের মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।
পিবিএ/জিএস সাজু/ জেডআই