মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ইউসুফ আলী (৩০) নামের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের হেলপার মিরাজুল ইসলাম মিরাজ (২৫)। নিহত চালক ও হেলপারের বাড়ি ঝিনাইদহ জেলায়। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি বাজারের অদূরে ট্রাক উল্টে হতাহত হয়।

দূর্ঘটনা
ইউসুফ আলী (৩০)

স্থানীয়রা পিবিএকে জানান, চুয়াডাঙ্গার দিক থেকে ফ্রেস সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক সিমেন্ট নিয়ে মেহেরপুর জেলা শহরের দিকে আসছিল। ট্রাকটি মেহেরপুরের বারাদি বাজার ও রাজনগর গ্রামের মধ্যবর্তী কাঠচূলা নামক স্থানে পৌঁছালে,নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ট্রাকটি উল্টে চালক ইউসুফ আলী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় হেলপার মিরাজুল।

ট্রাকের নিচে থেকে হতাহতদের উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের কয়েকটিদল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে থেকে হতাহতদের উদ্ধার করে। নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়েছে পুলিশ এবং আহত হেলপারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা পিবিএকে জানান, ট্রাক চালানোর সময় ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

পিবিএ/এসএস/আরআই

আরও পড়ুন...