মোরগের বিরুদ্ধে মামলা করে বিপাকে দম্পতি

পিবিএ ডেস্ক: মোরগের ডাকে সকালের ঘুম ভাঙ্গায় বিরক্ত হয়ে মামলা করে বসলেন এক দম্পতি। মোরগের বিরুদ্ধ মামলা করে বরং বিপদে পড়েছেন তারা। ঘটনাটি ঘটেছে ফ্রান্সে।

ফ্রান্সে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রামীণ পরিবেশ পছন্দ করেন অনেক মানুষ। শহুরে ব্যস্ততা থেকে কিছুটা শান্তির খোঁজে গ্রামে গিয়ে সময় কাটাতে চান। এ ধরনের একটি গ্রাম আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী ওলেরন দ্বীপ।

সেখানে বয়স্ক এক দম্পতি বেড়াতে যান। কিন্তু সকালে তাদের ঘুম ভাঙে মরিস নামে এক গলাবাজ মোরগের ডাকে। এতে যথেষ্ট বিরক্ত হন ওই দম্পতি। মোরগের কণ্ঠরোধ করতে দম্পতি আদালতে মামলা ঢুকে দেন।

কিন্তু ফ্রান্সের আদালত রায় দিয়েছে ওই মোরগের কণ্ঠরোধ করা যাবে না। আর ওই দম্পতি তো সফল হননি, উল্টো আদালত তাদের ক্ষতিপূরণ ও মামলা বাবদ এক হাজার ডলারের বেশি খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...