মেয়রকে উপেক্ষা করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

পিবিএ, ঢাকা: মেয়রর কোন কথা কর্নপাত না করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা । ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন ।

মঙ্গলবার (১৯ মার্চা) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন। তখনই তিনি দ্রুততম সময়ে সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

মেয়র আতিকুল বলেন, প্রচলিত বিধান অনুযায়ী বাসের চালক ও হেলপারের বিচার করে শাস্তি দেয়া হবে।

কিন্তু মেয়রের এই আশ্বাসে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি আগামী দশ দিনের মধ্যে ওই এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে। তবে মেয়র শিক্ষার্থীদের এ দাবিতে সম্মত হননি।

মেয়র বলেন, এত অল্প সময়ে ফুট ওভারব্রিজ নির্মাণ করা যাবে না। সম্ভব স্বল্পতম সময়ে ওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম- ছবি : কাশেম হারুন

মেয়র এ দাবি মেনে না নেয়ায় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা রাস্তা ছাড়েনি। বাসচাপার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে তারা বলছে, যতক্ষণ না দোষীদের দ্রুত বিচারের আশ্বাস ঘটনাস্থলে এসে দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না, সড়ক অবরোধ চলবে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।

রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। এর মাঝে সকালে জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। সেই জেব্রা ক্রসিংয়ের ওপরই ঘটল এই বাসচাপার ঘটনা।

আবরারের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার পর থেকেই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা বন্ধ করে প্রগতি সরণি এলাকা জুড়ে বিক্ষোভ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...