পিবিএ,নরসিংদী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দুদিন ব্যাপি এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। নরসিংদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, এখন উন্নয়নের রাজনীতি চলছে,ল্যাঙ মারার রাজনীতি শেষ। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। যার যোগ্যতা আছে সে এগিয়ে যাবে। মন্ত্রী এসময় নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এর ভূয়সী প্রশংসা করে বলেন, তরুণ মেয়র অন্যান্য সময়ের মতো ধারাবাহিকভাবে মহামারি করোনার সময় যে ভূমিকা রেখেছে তাতে মেয়র কামরুল মানবিক মেয়র হিসেবে নরসিংদী তথা দেশেবাসী কাছে স্বীকৃত লাভ করেছে।
শিল্পমন্ত্রী নরসিংদীর আওয়ামী লীগ কর্মীদের উদ্যোশে বলেন, এ জেলায় যে কাঁদা ছোড়াছুড়ি চলছে তাতে যেন কোনো তৃতীয় পক্ষ সুযোগ না নিতে পারে সেদিকে সবাই খেয়াল রাখবেন। দলে প্রতিযোগিতা থাকবে, কিন্তু হিংসা-প্রতিহিংসা করে লাভ নাই। এখানে যারা উড়ে এসেছে তারা থাকবে না, এক সময় এই চলমান স্রোতে হারিয়ে যাবে। আওয়ামী লীগ নির্বাচনী গণতান্ত্রিক দল, এটা কোনো স্বৈরশাসকের দল না। এর জন্ম কোনো মিলিটারি ক্যাম্পে না। আমাদের বিরোধী দল একটা আত্মস্বীকৃত কিলারদের দল, হত্যাকারীদের দল। কাজেই এই খুনিদের যারা আশ্রয় প্রশয় দিচ্ছেন তারা সাবধান হয়ে যান।
নরসিংদী পৌর মেয়র মো: কামরুজ্জামানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী -২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম তালেব হোসেন, সহ-সভাপতি অধ্যাপক অনিল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিল্পমন্ত্রীর একমাত্র ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল শাহা,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপু মাহমুদ,নরসিংদী জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার (ফাতেমা) ও সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা,নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: সোহেল ভূঁইয়া,মাধবদী শহর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক বেনুজির আহমেদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,নরসিংদী সদর থানা ছাত্র লীগের সাবেক সফল সভাপতি ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মো: জাকারিয়া,নরসিংদী জেলা ছাত্রলীগের সাকেব সফল সভাপতি ইহসাক খলিল বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু,সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল ও সাধারণ সম্পাদক শেখ শামীম,মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন,নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী ও সাধারণ সম্পাদক রাব্বীর হোসেন অতুল,নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ,নরসিংদীর জেলা ছাত্রলীগ নেতা জিকু সাহা,নরসিংদী শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পারভেজ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সহ জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মী।
পিবিএ/খন্দকার শাহিন/এসডি