মেয়ের নাম ‘আলমা’ রাখবেন আলিয়া!

alia

পিবিএ ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়। দু’জনের কেউই প্রকাশ্যে এ বিষয়ে মুখ না খুললেও বহু ইঙ্গিত দিয়েছেন। বিয়ে নিয়েও মুখ খোলেননি কেউ। তবে এর মধ্যেই নিজের মেয়ের নাম নাকি ঠিক করে ফেললেন আলিয়া!

সদ্য এক নাচের রিয়ালিটি শো-তে গিয়েছিলেন আলিয়া। সেখানে এক প্রতিযোগী আলিয়ার নামের উচ্চারণ ভুল করে তাকে আলমা বলে ডাকেন। তখনই হেসে আলিয়া বলেন, ‘আলমা খুব সুন্দর নাম। আমি আমার মেয়ের নাম রাখব আলমা।’

ওই শো-তে রণবীরের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় আলিয়াকে। এড়িয়ে না গিয়ে নায়িকা জবাব দেন, ‘সবে তো দু’টো দারুণ বিয়ে এনজয় করলাম আমরা। এবার একটু বিরতি নেওয়া উচিত। সিনেমা দেখা উচিত, সিনেমায় কাজ করা উচিত…।’

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে আলিয়ার ‘গাল্লি বয়’। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে প্রথমবার অনস্ক্রিন দেখা যাবে আলিয়া-রণবীর সিং জুটিকে। তবে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য অপেক্ষা করছে সিনে মহল। কারণ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবিতেই প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...