পিবিএ ডেস্ক: ক্রিকেটাররা সারা বছর ব্যস্ত থাকেন। অনেক সময় পরিবারের মহাগুরুত্বপূর্ণ কাজেও তাদের সময় দেয়া সম্ভব হয় না। করোনাভাইরাসের গৃহবন্দী দিনগুলো তাই তাদের কারও কারও জন্য আশীর্বাদ হয়েই এসেছে।
ডেভিড ওয়ার্নারই যেমন স্ত্রী সন্তানদের নিয়ে সময়টা বেশ উপভোগ করছেন। শনিবার টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার, যেখানে অসি ওপেনারকে দেখা যাচ্ছে তার মেয়ের সঙ্গে নাচতে। গানটি ছিল বলিউডের সুপারহিট সং ‘শিলা কি জাওয়ানি’।
আইপিএলে খেলার সুবাদে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভালোই পরিচিতি হয়েছে ডেভিড ওয়ার্নারের।
ভিডিওতে দেখা যায়, নিজের মেয়ে ইন্ডিকে ভারতীয় পোশাকও পরিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/B_HMVlcJMAS/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
পিবিএ/এমএসএম