মোঃ নূর আলম,মোংলা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে (১৮ নভেম্বর) সোমবার সকালে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেবাদাতা সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সেবাগ্রহীতা নারী-পুরুষসহ নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে গণশুণানী অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত গণশুণানীতে সভাপতিত্ব করেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান। গণশুণানীতে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মোংলা মোঃ আসাদুর রহমান।
গণশুণানীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন বাদাবন সংঘের প্রকল্প সমন্বয়কারী পপি আক্তার।
গণশুণানী সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশকর্মী-সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ। সেবাগ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন নাজির উদ্দিন শান্ত, শেখ আবিদ হাসান, আবুল কালাম আজাদ, এম এ কাশেম, কমলা সরকার, ঝর্ণা হালদার, লিপি ধূনী প্রমূখ।
গণশুণানীতে ভূমি অফিস, নারী বিষয়ক অফিস ্ও সমাজসেবা অফিসের সামাজিক নিরাপত্তামূলক কর্মসুচি নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গণশুণানীতে বক্তারা বলেন, এইরকম আয়োজনের ফলে সেবাদাতাগণের জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সেবগ্রহীতাদের সাথে সেতুবন্ধন তৈরি হয়। গণশুণানীর ফলে জনগণ অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সুশাসন ও সাধারণ মানুষের ক্ষমতায়নের পথ তৈরি হয়।