মোংলায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের নৌবাহিনীর খাদ্য সহায়তা

পিবিএ,মোংলা: মোংলায় ঘূর্ণিঝড় ”আম্পান” পরবর্তী ২১ মে বৃহস্পতিবার দুপুরে প্রকৃত ক্ষতিগ্রস্থ উপকূলীয় জনগোষ্ঠীর বাড়ি বাড়ি যেয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেন। স্থানীয় জনসাধারণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়ী বাড়ী নৌবাহিনীর সদস্যদের মানবিক খাদ্য সহায়তা কর্মসুচিকে সমর্থন করে ভূয়শী প্রশংসা করেছেন।
মোংলা নৌ কন্টিনজেন্ট’র ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের নিজস্ব রসদে মানবিক এ খাদ্য সহায়তা বৃহস্পতিবার দুপুরে কানাইনগর ও জয়মনি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হয়। প্রথম দিনে দুইশো ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুইশো প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিলো চাল, আটা, তেল, বিস্কুট, মোমবাতি, লাইটার, লবণ, পানি, সুজি, ছোলা প্রভৃতি। নৌবাহিনী সদস্যদের বাড়ী বাড়ী খাদ্য পৌছে দেয়া সম্পর্কে চিলা ইউনিয়নের নাগরিক নেতা গাজী জহুরুল ইসলাম বলেন যথার্থ কর্মসুচি এবং সময় উপযোগী। প্রকৃত ক্ষতিগ্রস্থদের বাড়ীতে খাদ্য পৌঁছে দেয়া হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নৌবাহিনীর সদস্যদের অভিনন্দন জানাই। বাড়ী বাড়ী মানবিক খাদ্য সহায়তা একর্মসুচির নেতৃত্ব প্রদান করেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ আরিফুল ইসলাম। ঘূর্ণিঝড় পরবর্তী প্রকৃত ক্ষতিগ্রস্থদের বাড়ীতে বাড়ীতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মানবিক খাদ্য সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছেন মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লেঃ আরিফুল ইসলাম।

পিবিএ/মোঃ নূর আলম/এমআর

আরও পড়ুন...