মোটরসাইকেলের ট্যাংকি লিকেজ থেকে দগ্ধ ১


পিবিএ,ঢাকা: রাজধানীর তুরাগ বাউনিয়া এলাকার নিজ বাসায় মোটর সাইকেলের তেলের ট্যাংকিতে লিকেজ থেকে আগুনে এক ব্যাক্তি দগ্ধ হয়েছে। তার নাম কাজী নজরুল ইসলাম (৩৫)। একটি কোম্পানীর গাড়ি চালক তিনি।

বুধবার বেলা আড়াইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। দগ্ধ নজরুলকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধে নজরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী শিউলি আক্তার পিবিএ’কে বলেন, দুপুরে মোটর সাইকেল চালিয়ে বাসায় আসে নজরুল। এর কিছুক্ষণ পর হঠাৎ তার চিৎকার শুনতে পাই। পরে বাইরে গিয়ে তার শরীরের জামাকাপড়ে আগুন জ্বলতে দেখি। তাৎক্ষণিক আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি।

জিএমই গ্রুপ এর গাড়ি চালক নজরুল। থাকে বাউনিয়া আঃ জলিল হাইস্কুল এরপাশের একটি বাসায়। ২ সন্তানের জনক সে। অফিসের কাজে যাতায়াতের জন্য তিনি নিজের ডিসকভার ১৩৫ সিসি মোটর সাইকেল ব্যবহার করে।

হাসপাতালে চিকিৎসাধীন নজরুল নিজে পিবিএ’কে জানান, তার মোটর সাইকেলের তেলের টাংকিটি লিকেজ ছিলো। দুপুরে মোটর সাইকেল চালিয়ে বাসায় ফিরে তেলের ট্যাংকিটা খুলার চেষ্টা করছিলো। ইঞ্জিন গরম থাকায় হঠাৎ তাতে আগুন ধরে যায়। এতে সঙ্গে সঙ্গে তেল ছিটে তার শরীরে এসে পড়ে আর শরীরে আগুন ধরে যায়।

ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত এক চিকিৎসক পিবিএ’কে জানান, নজরুলের কোমর থেকে মাথা পর্যন্ত দগ্ধ হয়েছে। তার শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...