মোটর সাইকেল বিদেশি মদসহ মাদক কারবারী আটক

পিবিএ,সুনামগঞ্জ: একই মোটর সাইকেলযোগে বিদেশি মদ ও ভারতীয় মুদ্রা নিয়ে পালিয়ে যাবার পথে তিন মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।,
রবিবার সকালে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম (আটিলারী) এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো, জেলার তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বিরেন্দ্র নগরের বিল্লাল হোসেনের ছেলে জুনায়েদ হাসান,একই গ্রামের লাল মিয়ার ছেলে আলী আকবর,হোসেন আলীর ছেলে শাহাদৎ হোসেন।

বিজিবি অধিনায়ক আরো জানান, জেলার তাহিরপুর উপজেলার পার্শ্ববর্তী ধর্মপাশার উপজেলার মধ্যনগর থানার উওর বংশ্রীকুন্ডা ইউনিয়নে থাকা ব্যাটালিয়নের মাটিরাবন বিওপির বিজিবি টহল দল শনিবার দুপুরে সীমান্ত সড়কে নেত্রেেকানার কলমাকান্দা গামী তিন আরোহী মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে পালিয়ে যাবার পথে সীমান্ত সড়ক বাঁকাতলায় সন্দেহভাজন হিসাবে আরোহীদের আটক করেন।,
এরপর তাদের দেহ তল্লাশী করে ১২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১ হাজার রুপীর দুটি মুদ্রা, ১০০ সিসি প্লাটিনা আরোও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন বিজিবি টহল দল।
আলামত সহ মামলা দায়ের পুর্বক শনিবার রাতে আটককৃত মাদক চোরাকারবারীদের মধ্যনগর থানায় সোপর্দ করেন বিজিবি টহল দল।

পিবিএ/এসডি

আরও পড়ুন...